News

স্নাতকোত্তর শ্রেণির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল প্রোগ্রামের ওরিয়েন্টেশন প্রোগ্রামে অধ্যাপক মোহাম্মদ আলী আজাদী

উচ্চ শিক্ষা নিয়ে মানুষের উপকারে সমাজে বিলিয়ে দিতে হবে

উচ্চ শিক্ষা নিয়ে মানুষের উপকারে সমাজে বিলিয়ে দিতে হবে

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের(আইআইইউসি) স্নাতকোত্তর শ্রেণির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল প্রোগ্রামের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।


গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়টির মিলনায়নতনে অনুষ্ঠিত হয়।


বিশ্ববিদ্যালয়টির মাস্টার্স অব কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিয় প্রোগ্রামের সমন্বয়নক মোহাম্মদ সামসুল আলমের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক আবদুল কাদের মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপ-উপচার্য অধ্যাপক মোহাম্মদ আলী আজাদী। 


বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক মোহাম্মদ দেলোয়ার হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, ডিন মোহাম্মদ মনিরুল ইসলাম।


 


অধ্যাপক মোহাম্মদ আলী আজাদী বলেন, উচ্চ শিক্ষা গ্রহণ করাটা শুধু ভাল একটা চাকুরি করার জন্য নয়। উচ্চ শিক্ষা নিয়ে মানুষের উপকারে সমাজে বিলিয়ে দিতে হবে। গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধশালী করতে হবে।

Recent News