News

আইআইইউসি’র ইএলএল মাস্টার্স ওরিয়েণ্টশন অনুষ্ঠানে ভিসি প্রফেসর গোলাম মহিউদ্দিন

ইংরেজী না জানলে জ্ঞানের রাজ্যে অবাধে বিচরণ করা সম্ভব নয়

ইংরেজী না জানলে জ্ঞানের রাজ্যে  অবাধে বিচরণ করা সম্ভব নয়

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ভাইস চ্যান্সেলর প্রফেসর কে. এম গোলাম মহিউদ্দিন বলেছেন, ইংরেজী না জানলে জ্ঞানের রাজ্যে অবাধে বিচরণ করা সম্ভব নয়। ইংরেজী জ্ঞান উচ্চ শিক্ষার্জনের পথকে সুগম করে।



গতকাল সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেঁস্তোরায় আইআইইউসি‘র ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগ (ইএলএল) আয়োজিত শরৎকালীন সেমিস্টার,২০১৮-এর মাস্টার্স (প্রিলিমিনারী ও ফাইনাল)-এর নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর কে. এম গোলাম মহিউদ্দিন এ অভিমত ব্যক্ত করেন। ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান শাহ মোঃ সানাউল করিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আইআইইউসি‘র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এবং আইআইইউসি‘র কলা ও মানবিক অনুষদের ডীন প্রফেসর মুহাম্মদ হুমায়ুন কবীর। অতিথি আলোচক হিসাবে বক্তব্য রাখেন, ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান মোঃ ইফতেখার উদ্দিন, ফিমেল জোন চীফ সালমা হক এবং স্বাগতঃ বক্তব্য রাখেন, আইআইইউসি‘র ইএলএল বিভাগের মাস্টার্স প্রোগ্রামের সমন্বয়কারী ও সহকারী অধ্যাপক মোঃ ইউসুফউদ্দিন খালেদ চৌধুরী। নবাগত ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন, সায়েম মাহমুদ, সাদিয়া, ফরহাদ ও হেনা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইএলএল বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আজিজুল হক।



প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসি‘র ভাইস চ্যান্সেলর প্রফেসর কে. এম গোলাম মহিউদ্দিন বলেন, জীবনকে সার্থক করে তোলার জন্য জ্ঞানার্জনের গুরুত্ব অপরিসীম। জ্ঞানার্জনের লক্ষ্যে ইংরেজী ভাষাকে গুরুত্বের সাথে চর্চা করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ইংরেজী রাজকীয় ভাষা, এই ভাষা মানুষকে স্মার্ট বানায়।



বিশেষ অতিথির বক্তব্যে আইআইইউসি‘র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, সব ভাষা আল্লাহর দান। ইংরেজী অত্যন্ত মূল্যবান ভাষা। জ্ঞানের রাজ্যের চাবি হচ্ছে ইংরেজী। বিশ্বপল্লীর বিনিময়ের ভাষা ইংরেজী। চাকরীর বাজারেও ইংরেজীর চাহিদা অনেক বেশি বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, ইংরেজী সর্বাধিক এবং বহুল ব্যবহৃত ভাষা, সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাষা, বিজ্ঞানের ভাষা, গবেষণার ভাষা।

Recent News